মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কুষ্টিয়া বায়তুল উলুম মহিলা মাদরাসার খতমে বুখারি ১০ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার ৪২/১ আব্দুল জব্বার সড়কে অবস্থিত বায়তুল উলুম মহিলা মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার বেলা ১১টায় যশোরের দড়াটানা মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান দাওরায়ে হাদিসের সমাপনি দরস প্রদান করবেন।

বায়তুল উলুম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইলিয়াছ শাহ্ বলেন, ২০০৬ সনে আল্লার সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে, একজন আদর্শ সন্তান হিসেবে মেয়েদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠেছে বায়তুল উলুম মহিলা মাদরাসা। আলহামদুলিল্লাহ সফলতার সঙ্গে ১৫ বছরে শত শত সন্তানকে দীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সক্ষম হয়েছি আমরা।

এ বছর বায়তুল উলুম মহিলা মাদরাসার দাওরায়ে হাদিস থেকে ফারেগ হচ্ছেন ১০ জন শিক্ষার্থী। আগামী ১০ মার্চ এ উপলক্ষ্যে মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। সব দীনি ভাই ও বোনদের এ মহতি অনুষ্ঠানে অংশ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের দীনি কাজগুলোকে কবুল করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ