গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে >
যশোর রেল স্টেশন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ রোববার অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সাভার জামিয়া ইসলামিয়া শায়খুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঢাকা ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম ও সাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি নুরুল আমিন খুলনা, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আহমাদুল্লাহ মাওলানা আব্দুস সামাদ।
এদিকে যশোর জেলা ইমাম পরিষদ, যশোর জেলা ফতোয়া বোর্ড ও যশোর জেলা কওমি মাদরাসা পরিষদের সমন্বিত উদ্যোগে বিকাল সাড়ে ৩টা থেকে ''প্রজেক্টর এর সাহায্যে তথ্যভিত্তিক কাদিয়ানী ফেতনার স্বরূপ'' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন খতমে নবুওয়াত মারকাজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম মাওলানা শুয়াইব ইব্রাহিম।
মাহফিলে সভাপতিত্ব করবেন যশোর জেলা ইমাম পরিষদ এর সভাপতি, অত্র জামিয়ার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী।
কাদিয়ানী ফেতনার স্বরূপ শীর্ষক সেমিনার ও মাহফিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, যশোর জেলা ফতোয়া বোর্ড এর সভাপতি মুফতী মুজিবুর রহমান, যশোর জেলা কওমি মাদরাসা পরিষদ এর সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান।
-এএ