রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার থেকে>
কাদিয়ানিদের বিরুদ্ধে কিছু বলতে গেলে বা কিছু করতে গেলে সারা দুনিয়ার আন্তর্জাতিক সন্ত্রাসগোষ্ঠী ইহুদী এবং খ্রিস্টানরা কাদিয়ানীদের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
সোমবার (৭মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাদিয়ানিরা ইসলামের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দিচ্ছে, ওদের ধর্মের নাম কাদিয়ানি, আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম, ওদের নবী গোলাম আহমদ আর আমাদের নবী হযরত মুহাম্মদ সা.। তাই কাদিয়ানিরা মুসলিম নয়।
তিনি আরো বলেন,সারা বিশ্বে আলেম উলামাদের সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে কাদিয়ানিরা কাফের। যারা খাতামুন নাবিয়্যীন বা মুহাম্মদ সা. কে শেষ নবী মনে করেনা তারা সকল ঈমামগনের ঐক্যমতের ভিত্তিতে, সকল মাজহাবের ঐক্যমতের ভিত্তিতে কাফের। কাদিয়ানিরা কাফের বা অমুসলিম কিন্তু এরা মুসলিম নাম ধারণ করে মুসলমানদের ধোকা দিচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের যত মুরগিচোরা গরুচোরা যত অপরাধী এই সবগুলো গিয়ে কাদিয়ানিদের পক্ষে দাঁড়ায়। আন্তর্জাতিক সন্ত্রাসী আর দেশী চোর ডাকাত সব কাদিয়ানিদের পক্ষে দাঁড়ায়৷ এরা সবাই ইসলামের বিরুদ্ধে এক চোখ।
কাদিয়ানীদের বিষয়ে সরকারকে উদ্দেশ্য তিনি বলেন, আমাদের শাসকগোষ্ঠীকে আমরা মনে করি তারা মুসলমানদের প্রতিনিধি। আমাদের আদালতকে মনে করি তারা মুসলমানদের বিচারব্যবস্থা। আমাদের প্রসাশককে আমরা মনে করি তারা মুসলিম জাতির প্রশাসক। কাজেই ইসলামের নামে এই প্রতারকারীর ভন্ড প্রতারকচক্র কাদিয়ানিদের খপ্পরে থেকে মুসলিম উম্মতকে হেফাজত করা তাদের দায়িত্ব।
তাই কাদিয়ানিরা যেনো অমুসলিম হয়ে ইসলামের নাম ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করেন৷ ওরা ইসলামের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দিতে পারে না। তাই কাদিয়ানিরা মুসলিম নয়৷
দপুর ২ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে প্রধান অতিথি আল্লমা মামুনুল হক এবং বিশেষ অতিথি খালিক সাইফুল্লাহ আইয়ুবী মাহফিলে স্থলে উপস্থিত হন। প্রশাসনের চাপে দীর্ঘ সময় বায়ান করার সুযোগ পাননি। সংক্ষিপ্তভাবে বায়ান শেষ করে আবার হেলিকপ্টার যোগে প্রস্থান করেন বক্তরা।
-এটি