মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


শ্রীমঙ্গলে আগুনে ৮ ঘর পুড়লেও অক্ষত কোরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম ।।
মৌলভীবাজার থেকে>

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লালবাগ এলাকায় ৮টি ৮টি ঘর আগুনে পুরে ঘর ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ দুটি অক্ষত রয়েছে।

গত রোববার ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
হবে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান সুত্রে জানা যায় তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এদিকে ঘরের ভিতরে গুণগত মানের ফার্নিচার, টিভি, ফ্রিজ সহ দামী জিনিসপত্র একেবারে পুড়ে ছাই হয়ে যায়৷ পাশাপাশি ঘর গুলোতে বইখাতা কাঠের তৈরি রেহেল পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত আছে। কোরআন শরীফের কোন অক্ষরও পুড়েনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী। মানুষের ঈমান আমল নষ্ট হতে চলেছে। এখনই আল্লাহর দেয়া বিধান মেনে চলে ঈমান আমলকে মজবুত করা প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ