মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কুমিল্লার রাণীর বাজার মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নুর মোহাম্মদ গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রশীদিয়া আজীজুল উলুম রাণীর বাজার মাদরাসার সাবেক মুহতামিম ও কুমিল্লার বহু প্রতিষ্ঠানের মুরব্বী আল্লামা নুর মোহাম্মদ (৬৫) আইসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সাহেবজানা মুফতি হুসাইন আহমাদ।

আওয়ার ইসলামকে তিনি জানান, বাবা দীর্ঘ দিন ধরে হৃদ রোগে আক্রান্ত। তবে গত ৯ ই মার্চ (মঙ্গলবার) তার  শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পর করোনা টেস্ট করানো হলে করোনা পজেটিভ আসে। পূর্ব থেকে ডায়বেটিস, প্রেশার, হৃদরোগও বার্ধক্যতার কারনে করোনার ইনফেকশন তার শরীরে বেড়ে যায়। অবশেষে গতকাল বিকেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়।

প্রসঙ্গত, আল্লামা নুর মোহাম্মদ কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদীয়া আজীজুল উলুম মাদরাসা এবং নানুপুর মাদরাসায় লেখাপড়া শেষ করে দীর্ঘ দিন পোকখালী মাদরাসায় খেদমতে নিয়োজিত ছিলেন। এরপর সৌদির মক্কাতুল মোকাররমার বিলবলীলাহ কিদওয়ায় সুলতান আহমদ নানুপুরী রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এক দ্বীনি প্রতিষ্ঠানে খেদমতে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। এরপর নানুপুরী হযরতের নির্দেশে সৌদী ত্যাগ করে হযরতের হাতে প্রতিষ্ঠিত কুমিল্লার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রশীদিয়া আজীজুল উলুম রাণীর বাজার মাদরাসায় চলে আসেন। দীর্ঘ দিন মুহতামিমের জিম্মাদারী পালন করার পর এখন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস এবং মুরব্বী হিসেবে নিয়োজিত আছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ