মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মহেশখালীতে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী মারা গিয়েছে। শনিবার (১৩ মার্চ) বেলা ১২টার সময় এ ঘটানা ঘটে।

জানা যায়, শিশু ফাহিম স্থানীয় বাসিন্দা কামাল হোসেন ও হালিমা বেগমের দুই ছেলের মধ্যে ফাহিম প্রথম সন্তান। সে পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদরাসার) নার্সারীতে পড়তো।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন দুপুর সাড়ে ১২টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানায় সবার অগোচরে পুকুরে ডুবে যায়।

তার মা হালিমা আওয়ার ইসলামকে বলেন- ছেলে গোসল করে ফিরতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হই, পুকুরঘাটে এসে কাপড়-চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকি। এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ