মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মুসল্লিদের মাস্ক দিল মানিকগঞ্জের পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় সচেতনতার জন্য মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ।

গত শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে এ মাস্ক বিতরণ করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির।

এছাড়া মহাসড়কের বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় মাস্ক বিতরণ করেন পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘দেশে দ্বিতীয় বারের মতো করোনায় প্রার্দুভাব দেখা দিচ্ছে। আবার করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সব নিয়ম মেনে চলাসহ বাহিরে বের হলেই মাস্ক পরিধান করতে হবে। সাধারণ লোকদের সচেতন করতে শিবালয় থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে।’ এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ