মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


শাল্লার ঘটনায় গ্রেপ্তার আরও ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে দিরাই শাল্লায় অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।

এর আগে শনিবার গ্রামবাসীর দায়ের করা মামলায় প্রধান ওয়ার্ড যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। তবে এখনো গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে আদালতে আনা হয়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার হওয়া স্বাধীন শাল্লা থানায় রাখা হয়েছে আজকে যেকোনো সময় তাকে আদালতে নেয়া হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ