শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনেদুপুরে ঘরে ঢুকে কিশোর ইজিবাইক চালককে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে সালাউদ্দিন আহমেদ (১৫) নামের এক কিশোর ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাশেমপুর জামতলা মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে। সালাউদ্দিন নিজেও ইজিবাইক চালাত।

পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে সালাউদ্দিনের ঘরে ঢোকে তারই বন্ধু সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন। ওই সময় সালাউদ্দিনকে হত্যা করে সাগর। এরপর সাগর তার বাবা শহিদুল ইসলামকে এ ঘটনা জানায়। পরে শহিদুল নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহানকে খবরটি জানান এবং সালাউদ্দিনের লাশ ঘর থেকে বের করে আনতে বলেন।

সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকত। সেই কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় সালাউদ্দিন। পরে তাকে আটক করা হয়েছে।

ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত সালাউদ্দিন ও অভিযুক্ত সাগর হোসেন দুজনেই মাদকাসক্ত ছিল। তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোনো একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ওসি জানান, হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ময়নাতদন্তের জন্য সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ