শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর আহ্বান শোয়েব আখতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

তিনি বলেছেন, বর্তমান এই দুরবস্থা যে কোনও সরকারে পক্ষেই মোকাবিলা করা অসম্ভব। আমি আমার সরকার এবং ভক্তদের ভারতকে সাহায্যের আবেদন করছি। অনুরোধ করছি, সবাই অনুদান দিয়ে তহবিল গড়ে তুলুন, ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হোক।

তিনি আরও বলেন, ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা অতিমারি, আমরা সবাই আছি এর মধ্যে। একে অন্যের সহায়ক হয়ে উঠতেই হবে।

এর আগে ভারতের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। এছাড়া মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ