রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর ছাত্র রাতুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন: গাজীপুরের শ্রীপুর পৌরসভার-৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের রাতুল (১৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে শ্রীপুরের মোহাম্মদ আলী একাডেমি নবম শ্রেণির মেধাবী ছাত্র। তার বাবার নাম মোহাম্মদ মাসুম। চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র রাতুল।

রাতুলের পিতা মোহাম্মদ মাসুম বলেন, রাতুল চার মাস আগে অসুস্থ হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর গেলো ৫ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার ব্লাড ক্যান্সার হয়েছে।

ক্যান্সারে আক্রান্ত রাতুলের পরিবার জানান, ছেলের ক্যান্সার হয়েছে এটা শুনার পর থেকেই আমাদের পরিবারের সবার ঘুম হারাম হয়েছে। তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু আমাদের পরিবারের সেই সামর্থ্য নেই।তাই ছেলের জন্য সাহায্য চাই। সবার দোয়া চাই।

সকলের আর্থিক সহযোগিতা পেলে রাতুলের চিকিৎসা করাতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ মোবাইল নং- 01929568432।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ