রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


চিরকুট লিখে কমিটি প্রত্যাখ্যান করলেন মাওলানা ইউসুফ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিরকুট লিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফী রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। কমিটিতে সহকারী মহাসচিব হিসেবে ছিলেন তিনি।

আজ সোমবার (৭ জুন) নতুন এ কমিটি ঘোষণার পর হাতে লেখা এক চিরকুটে এ ঘোষণা দেন তিনি।

যা আছে চিরকুটে: ‘আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

মাওলানা ইউসুফ মাদানীর স্বাক্ষর করা ওই চিরকুট আওয়ার ইসলামের কাছে রয়েছে। চিরকুটের বিষয়ে জানতে মাওলানা ইউসুফ মাদানীর নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে একটি গণমাধ্যম সেই চিরকুটের বিষয়ে আল্লামা আহমদ শফী রহ. এর পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বেলা ১১ টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৩ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন বর্তমান মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ