রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


যারা আছেন হেফাজতের নতুন কমিটিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

 ‍পূর্ণাঙ্গ নতুন কমিটিতে যারা আছেন- আমির, আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী।

নায়েবে আমির- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক (মােমেনশাহী), মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনা পীর), মাওলানা মুহিব্বুল হক (গাছবাড়ী, সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরােজশাহ), মাওলানা মুফতি জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)।

মহাসচিব- মাওলানা হাফেজ নূরুল ইসলাম (ঢাকা)। যুগ্ম মহাসচিব- মাওলানা সাজেদুর রহমান (বি-বাড়ীয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা লােকমান হাকিম (চট্টগ্রাম),মাওলানা আনােয়ারুল করীম (যশাের)। মাওলানা আইয়ুব বাবুনগরী।

সহকারী মহাসচিব- মাওলানা জহুরুল ইসলাম, (মাখজান), মাওলানা ইউসুফ মাদানী (সাহেবজাদা আল্লামা আহমদ শফী)।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা মীর ইদরিস (চট্টগ্রাম)।

অর্থ সম্পাদক- মাওলানা মুফতি মুহাম্মদ আলী মেখল। সহ-অর্থ সম্পাদক- মাওলানা মুফতি হাবীবুর রহমান কাসেমী (নাজিরহাট)।

প্রচার সম্পাদক- মাওলানা মুহিউদ্দীন রাব্বানী (সাভার, ঢাকা)। সহ-প্রচার সম্পাদক- মাওলানা জামাল উদ্দীন (কুড়িগ্রাম),

দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, (উত্তরা ঢাকা)।

সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা ওমর ফারুক (নোয়াখালী)।

সদস্য- মাওলানা মুবারক উল্লাহ (বি-বাড়ীয়া), মাওলানা ফয়জুল্লাহ (পীর সাহেব মাদানী নগর), মাওলানা ফোরকান উল্লাহ খলীল (দারুল মাআরিফ, চট্টগ্রাম), মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মাওলানা রশীদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভােলা), মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী। মাওলানা  মাহমুদুল আলম (পঞ্চগড়)

ওআই/মোস্তফা ওয়াদুদ/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ