রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

বেআইনিভাবে আটক: ইসরায়েলি কারাগারে ৫৩ দিনের অনশনে আবু আতওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বেআইনিভাবে আটক হওয়ার প্রতিবাদে ইসরায়েলি জেলে ৫৩ দিনের অনশনে আছেন গাদানফার আবু আতওয়ান। ইসরায়েলি প্রশাসনের অবৈধ আটকাদেশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অনশন করায় তার স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলেও জানিয়েছে ফিলিস্তিনের প্রিজনার কমিশন।

ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা ‘ফিলিস্তিন প্রিজনার কমিশন’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলি কর্তৃপক্ষের প্রশাসনিক আদেশে বন্দী গাদানফার আবু আতওয়ান দীর্ঘ দিন ধরে অনশন করে মারাত্মক অসুস্থ হয়ে যান। পরে ইসরাইলের একটি হাসপাতালে নেয়া হলে তিনি কোমায় চলে যান। তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।’

এদিকে আবু আতওয়ানের পরিবার জানিয়েছে যে তাদের সন্তান কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে।

দু’দিন আগে ইসরাইলের হাইকোর্ট জানিয়েছে, অনশন করা বন্ধ করলে আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হবে। কিন্তু, আবু আতওয়ান দাবি করেছেন প্রশাসনিক আটকাদেশ স্থগিত করার বদলে তাকে বেকসুর খালাস দেয়া হোক।

মেডিকেল পরীক্ষায়ও দেখা গেছে যে প্রকৃতপক্ষেই আবু আতওয়ানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এ কারণে ইসরাইলের সামরিক প্রসিকিউটার আদালতকে বলেছেন, ‘আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হোক।’

ইসরাইলি প্রশাসনের অবৈধ আটকাদেশে বন্দী ফিলিস্তিনিরা প্রায়ই অনশন ধর্মঘট করে থাকেন, যাতে করে তাদের এ অবৈধ আটকাদেশের সমাপ্তি হয়। এ ধরনের প্রশাসনিক আটকাদেশ কয়েক বছর পর্যন্ত বর্ধিত হতে পারে।

সূত্র: ফিলিস্তিনি ওয়েবসাইট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ