আওয়ার ইসলাম ডেস্ক: করোনা আক্রান্ত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা সাইফুল্লাহ বলেন, ‘আল হামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন স্যাচুরেশন লেভেল একশর কাছাকাছি থাকছে। তবে প্রচন্ড কাশি আর শারীরিক দূর্বলতা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া অন্যসব কমপ্লেইন ইম্প্রুভ হয়েছে। তিনি বলেন, আজ সব পরীক্ষা-নিরিক্ষা হয়েছে। রিপোর্ট ভালো পেলে কালকে হাসপাতাল থেকে ছুটি দিতে পারেন। সংকটের সময় আল্লাহর দয়ায় পেরিয়ে গেছি।’
এর আগে গত ৬ জুলাই মঙ্গলবার এই ইসলামি আলোচক করোনা ভাইরাসে আক্রান্ত হোন। তার করোনা আক্রান্তের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আলোকিত জ্ঞানের সঞ্চালক ও রাহবার মাল্টিমিডিয়ার সত্বাধিকারী মুফতি সাইফুল ইসলাম। সে সময় মুফতি সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে তার করোনার কিছু সিনড্রম দেখা দিলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে করোনা পরীক্ষা করান। রেজাল্ট এলে সেখানে দেখা যায় তার করোনা পজেটিভ।
এদিকে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তার আগের একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। নেটিজেনরা ছবিটি নিজেদের ওয়ালে শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এ প্রসঙ্গে মাওলানা সাইফুল্লাহ লিখেন, ‘নেটের ছবিটি আগের, যেটি হাসপাতাল থেকে বের হওয়া ছবি। যেটি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে গেছেন। দুপুরে নেট খুলে দেখে আমি সাইফুল্লাহ নিজেই লিখছি (এ লেখা)।
এরপর একটি ছবি দিয়ে তিনি লিখেন, এই ছবি ইচ্ছাকৃত দেওয়া, ভুল বার্তা যেনো না যায়। ছবিটি তুলেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল্লাহ।
এমডব্লিউ/