সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

বধিরদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসার উদ্যোগ নিল দ্বীনিয়াত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

বাংলাদেশে ৩০ লক্ষ বধির রয়েছে। তাদের জন্য স্কুলে পড়াশোনার সুবিধা থাকলেও নেই কোনো দ্বীনি শিক্ষা ব্যবস্থা ও সুবিধা। এই প্রথম বাংলাদেশে বধিরদের জন্য আল নূর কালচার সেন্টার ও দ্বীনিয়াত বাংলাদেশের যৌথ উদ্যোগে ইসলামি শিক্ষার ব্যবস্থা করল।

রাজধানীর মাতুয়াইলে আল নূর কালচার সেন্টারে বিশেষ শিক্ষা সিলেবাসের অধীনে বধিরদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এতে পড়াশোনা করছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বধিরদের জন্য ব্যতিক্রমী এই শিক্ষা চালুর উদ্যোক্তা মুফতি সালমান আহমাদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ‘দ্বীনি শিক্ষা সবার জন্য অবধারিত হওয়া উচিত। তবে দুঃখজনক হলেও সত্য দেশ ও সমাজের অংশ হয়েও এখন পর্যন্ত বধির ও তৃতীয় লিঙ্গের জন্য দ্বীনি শিক্ষার বিষয়টি ব্যাপক হয়ে উঠেনি। আমরা স্বল্প পরিসরে বধিরদের জন্য মাদ্রাসা শিক্ষার আয়োজন করেছি। সারাদেশে ৩০ লক্ষ বধির আছেন, আগ্রহীরা নিজে অথবা পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আমরা তাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করব।

বর্তমানে আল নূর কালচারাল সেন্টারে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইসহাক, মাওলানা মুস্তাফিজুর রহমান।

মুফতি সালমান আহমাদ আওয়ার ইসলামকে আরো জানান, ‘প্রাথমিকভাবে বধিরদের জন্য সিলেবাস ও শিক্ষা কারিকুলাম তৈরি করা হলেও পর্যায়ক্রমে হেফজসহ আরো উচ্চতর শিক্ষাব্যবস্থা চালু করার প্রত্যয় রয়েছে’।

আগ্রহী বধির শিক্ষার্থী ও তাদের পরিবার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 01910556685, 0 1915-875370

ভিডিও

[video width="304" height="640" mp4="http://www.ourislam24.com/wp-content/uploads/2021/07/DINIYAT2.mp4"][/video]

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ