শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, পার্লামেন্ট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। খবর আল-জাজিরা’র।

স্থানীয় সময় রোববার নিজের বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

জানা গেছে, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতা এবং দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি সে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে।

গতকাল রোববার রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ স্লোগান দিয়েছেন তারা। এছাড়া পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ