শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানালো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারী প্রকটভাবে দেখা দেয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

আজ (৩০ জুলাই) সংবাদপত্রে প্রেরিত এক  বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আমরা বৈশ্বিক এক মহাসঙ্কটের মুখোমুখি অবস্থান করছি। করোনার দ্বিতীয় ধাপ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও প্রকটভাবে দেখা দেয়ায় দেশের স্বাভাবিক জীবনযাত্রার গতি মহাবিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছে। যথাসময়ে সঠিক এবং কার্যকরী পদক্ষেপ না নেয়ায় করোনায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে চলছে। লকডাউন, শটডাউন ঘোষণায় লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে মানুষের মাঝে এক ধরনের ভয়, আতঙ্ক ও হতাশা কাজ করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কর্মহীন অসহায় মানুষ খাদ্যের অনিশ্চয়তায় ভোগছে‌। শুধু নিম্নআয়ের লোকেরাই লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তের লোকেরাও দিশাহারা হয়ে পড়েছে‌। নিম্নআয়ের মানুষ ও দিনমজুর মানুষজন সীমাহীন বিপাকে পড়েছে‌। ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশাচালক জীবন বাঁচানোর প্রয়োজনীয় খাদ্যের জন্য হাহাকার করছে। কাজ নেই, খাবার নেই, চিকিৎসা ব্যয়ের সামর্থ্য নেই। করোনা চিকিৎসা ব্যয়বহুল হওয়ার ফলে আক্রান্ত রোগীদের নিয়ে পরিবার-পরিজনেরা সীমাহীন বিপাকে পড়েছে‌। অর্থসংকটে পড়ে বহু লোক বাসা ভাড়া দিতে অপারগ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছে। সেখানেও তাদের খাদ্য সংকটে দিন কাটাতে হচ্ছে‌। এক বছরের অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, করোনার প্রথমদিকে অসহায় মানুষের পাশে বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করতে যেভাবে দেখা গিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় সে প্রবণতা হ্রাস পেয়েছে। তাই জমিয়তে উলামায়ে ইসলাম দেশের বিত্তশালীদের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় পূর্বের ন্যায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিদাতাগণ হলেন জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলান ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী মাওলানা নাসিরউদ্দিন খান, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম ও মুফতি জাবের কাসেমী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ