আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় পুলিশ কনস্টেবল রাব্বি ভূঁইয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দোহাজারী হাইওয়ে থানার সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনার সময় একটি প্রাইভেট কারকে থামতে সংকেত দেওয়া হয়। এরপর চেকপোস্ট অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় এ প্রাইভেট কারটি দুই পুলিশ কনস্টেবলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কনস্টেবল রাব্বি ভূঁইয়া নিহত হন। এছাড়া কনস্টেবল মোহাম্মদ আরাফাত আহত হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চাপা দেওয়ার পর গাড়িটি আটক করা সম্ভব হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কনস্টেবল রাব্বি ভূঁইয়া ২০১৬ সালের ১২ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানায়।
এমডব্লিউ/