আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল টিকা নিয়েছেন।
আজ সোমবার (০৯ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পর মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘রোগ দিয়েছেন আল্লাহ। রোগ ভালোও করবেন আল্লাহ। ভ্যাকসিন বা টিকা হলো একটি মাধ্যম। আল্লাহ তায়ালা দ্রুত বিশ্ববাসীকে করোনার মহামারি থেকে মুক্তি দেন আমি সব সময় সে দোয়াই করি।
এদিকে তার টিকাগ্রহণের কারণে স্থানীয় মুসুল্লিদের মাঝেও টিকা নেওয়ার প্রতি আগ্রহ জন্ম নিয়েছে বলে জানা গেছে।
মো. আব্দুল মোতাবেল নামের একজন জানান, আলেমরা হলেন আমাদের আইডল। এতদিন আমি টিকা নিতে চাইনি। কিন্তু আজ আল্লামা আব্দুল আউয়াল টিকা নেওয়ার কারণে আমিও টিকা গ্রহণ করেছি।
এমডব্লিউ/