মোস্তফা ওয়াদুদ: কলরবের সিনিয়র শিল্পী মাহফুজুল আলম রহ. এর কবর জিয়ারাতে গিয়েছেন কলরব পরিবার। আজ সোমবার (৯ আগস্ট) কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউসের নেতৃত্বে কলরবের পরিবার মাহফুজুল আলম রহ. এর কবর জিয়ারাতে যান।
কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান উজ্জল আওয়ার ইসলামকে জানান, ‘আমরা বিকাল ৪ টায় ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশে রওয়ানা করে সন্ধ্যায় পৌঁছাই। মাহফুজুল আলমের কবর জিয়ারাত শেষে রাতে ঢাকায় ফিরে আসি। এ সময় তার কবরে বৃষ্টির কারণে কিছু মাটি সরে গেলে আমরা পুনরায় নতুন মাটি দিয়ে ভরাট করে দেই। এরপর জবা, বেলি ও হাসনাহেনা-এ তিনটি ফুল গাছ লাগিয়ে দেই।’
এ সময় কলরবের অন্যান্য শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন, সাঈদ আহমদ, মুহাম্মাদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুর রহমান জাবের, ইয়াসিন হায়দার, ইলিয়াস আমিন, হাফেজ নাজমুস সাকিব, মো. কাইয়ুম মোল্লা, হাছিব আর রহমান, হাফেজ আবু রায়হান, বায়েজিদ আল হাসান, সাঈদুজ্জামান নূর, ওমর ফারুক, সালমান সাদীসহ আরও অনেকে।
এমডব্লিউ/