বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


আফগানিস্তান বিষয়ে দোহায় তিনদিনব্যাপী বিশেষ বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। আফগানিস্তানের শান্তি ফেরাতে সেখানের পরিস্থিতি নিয়ে তিন দিনের আলোচনা আজ থেকে দোহায় শুরু হয়েছে।

রাশিয়ার গণমাধ্যম জানায়, আফগানিস্তান নিয়ে দোহায় বৈঠক শুরু হয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, যার লক্ষ্য দেশটির শান্তি ফেরানো। বৈঠকে আফগানিস্তানের জাতীয় পুনর্মিলন কমিশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এবং আফগান তালিবানের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তান নিয়ে আরেকটি বৈঠক চলতি সপ্তাহের শেষের দিকে দোহায় অনুষ্ঠিত হবে। যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান অংশ নেবে বলে জানা যায়।

এদিকে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ০৬ টি প্রদেশ দখলে নিয়েছে তালেবানরা। সূত্র: জিও নিউজ পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ