রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


জামিনে মুক্তি পেলেন জমিয়ত নেতা মাওলানা মাসউদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

জামিনে মুক্তি পেয়েছেন হেফাজত ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, জামেয়া মাদানিয়া শাহবাগের নায়েবে মুহতামিম জমিয়ত নেতা মুফতী মাসউদ আহমদ চৌধুরী।

গতকাল ১০ জুলাই মঙ্গলবার সন্ধার পর তিনি জামিনে মুক্তি পান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ভাতিজা আব্দুল্লাহ মুনঈম চৌধুরী।

আব্দুল্লাহ মুনঈম চৌধুরী জানান, গতকাল ১০ জুলাই মঙ্গলবার দুপুরে আদালতে চাচা মুফতী মাসউদ আহমদ চৌধুরীর  জামিন মঞ্জুর হয়। অতঃপর আমাদের কাছে জামিনের কাগজ হস্তান্তর করা হলে; আমরা তাকে বাকি সব প্রক্রিয়া সম্পাদন করে বাড়িতে নিয়ে আসি।

তিনি আরো জানান, মুফতী মাসউদ আহমদ চৌধুরী সন্ধায় কারাগর থেকে বের হয়ে সোজা চলে যান গ্রামের বাড়ি জকিগঞ্জের শাহবাগ। সেখানে এলাকাবাসী ও ছাত্র-ভক্তদের জমায়েত হলে, মসজিদে তাদের উদ্দেশ্যে নসিহত করেন মুফতি মাসউদ আহমদ চৌধুরী।

উল্লেখ্য, গত ২ এপ্রিল শুক্রবার (১৭ রমজান) তিনি গ্রেফতার হয়েছিলেন। রাত দু’টায় পুলিশ তাকে নিজ বাড়ি সিলেট জকিগঞ্জের শাহবাগ থেকে গ্রেফতার করে। দীর্ঘ ১০১ দিন পর গতকাল তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ