বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


প্রচণ্ড আগুনের মাঝেও অক্ষত যে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: আলজেরিয়ার তেজি ওযু প্রদেশের ‘কাবায়েল’ অঞ্চলের জঙ্গলগুলো আজ তিনদিন যাবত জ্বলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি। তীব্র এ দাবানলের মাঝেও অক্ষত রয়েছে অঞ্চলটির একটি মসজিদ। স্থানীয়দের বরাতে এ সংবাদ ‍দিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, আল্লাহর বিশেষ রহমত, গ্রামবাসীর অশ্রুঝরা প্রার্থনা ও চেষ্টার ফলে পাহাড়ী উপত্যকায় স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা এ মসজিদকে আগুনের লেলিহান শিখা স্পর্শ করেনি। কিন্তু মসজিদের আশপাশের গাছ ও বাগানগুলো জ্বলে পুড়ে ছাইয়ে পরিণত হয়ে যায়।

অব্যাহত তিনদিনের এ দাবানলে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ২৮ জন সেনাসদস্য রয়েছেন। বাকি ৩৭ জন ছিলেন বেসামরিক লোক।

একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রচণ্ড বাতাস! ফলে আগুন তীব্র আকার ধারণ করে দেশটির উপকূলীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে দেশটির ৮০০জন ফায়ারসার্ভিস কর্মী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নেভাতে বিভিন্ন দেশও সহিযোগিতার হাত বাড়িয়েছে। সূত্র: আলজাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ