রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


শিক্ষার্থীসহ সবার ভ্যাক্সিন নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনার রেড জোনে থাকা রাষ্ট্রগুলোতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে অনেক আগেই। বাংলাদেশে সব কিছু খুলে দেয়া হলেও সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান যেন করোনার আঁতুড়ঘর হিসেবে বিবেচিত হচ্ছে। অবিবেচকভাবে বিভিন্ন অজুহাতে ইতিহাসের দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রেকর্ড করেছে বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।'

আজ শনিবার (১৪ আগষ্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ আত ত্বরিক মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ‘দেশব্যাপী প্রশাসনের মাদক ও নোংরামী বিরোধী অভিযান প্রশংসিত হলেও এক শ্রেণীর লোক তেলেবেগুনে জ্বলছে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে যেনা- ব্যভিচারের নামমাত্র শাস্তির কথা প্রচার করা একধরনের অনৈতিক কাজের প্রতি তরুনদের উৎসাহ দেওয়ার নামান্তর। আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ পর্যায় থেকে এধরনের বক্তব্য অভিভাবকসহ সচেতন মহলকে হতাশ করেছে। আমরা এধরনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশন ও তারবিয়াতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় আমেলা ও শুরা সদস্যবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ