শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আজ সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আল-জাজিরা’র।

মালয়েশিয়ার বিজ্ঞান বিষয়ব মন্ত্রী খয়েরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগ পর্যন্ত তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন ইস্তানা নেগার।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

প্রসঙ্গত, মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ