রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


শিগগরিই বাংলাদেশকে প্রতিশ্রুত টিকা দেবে ভারত: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত শিগগিরই বাংলাদেশকে প্রতিশ্রুত টিকা সরবরাহ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশকে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন বিক্রম দোরাইস্বামী।

করোনা মোকাবিলায় গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম চালানে ৩১টি অ্যাম্বুলেন্স, হাই ফ্লো অক্সিজেন ক্যানোলাসহ চিকিৎসা সামগ্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে তুলে দেন বিক্রম দোরাইস্বামী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আগামী ২০ তারিখ থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চালু হতে পারে।

বিক্রম দোরাইস্বামী বলেন, 'ভারতে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। করোনা সংকট কেটে গেলেই প্রতিশ্রুত টিকা বাংলাদেশ সবার আগে পাবে।'

এর আগে, সংক্রমণ ও মহামারি সামাল দিতে গেল বছরের ৫ নভেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার এশীয় অঞ্চলের উৎপাদক ও পরিবেশক ভারতের সিরান ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। সময়মতো টিকা পেতে অগ্রিম অর্থ পরিশোধ করে বাংলাদেশ।

প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ৩ কোটি ডোজ দেয়ার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। সিরাম ইনস্টিটিউটের কাছে এখনও ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওনা রয়েছে বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ