আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষীয়ান আলেম আল্লামা হাফেজ জোনায়েত সওক বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি আল্লামা মুফতি রুহুল আমীন।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় আল্লামা মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন একজন মুহাক্কেক আলেম। সব বিষয়ে তাহকিক এবং তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন।
যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। তাঁর ইন্তেকালে আমরা একজন মুহাক্কেক আলেম হারাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানান।
আরো শোক প্রকাশ করেছেন। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব, মাওলানা শামছুল হক, ছদর ছাহেব রহ.- এর পৌত্র মুফতি উসামা আমীন, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম।
-এটি