রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


মগবাজার ট্রাজেডি: শিল্পী মুস্তাফিজুর রহমান রহ. এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: রাজধানীর মগবাজারে ভয়াবহ অগ্নি-বিস্ফোরণে নির্মমভাবে নিহত সাংস্কৃতিক কর্মী, উপস্থাপক, আবৃত্তিশিল্পী ও ইসলামিক আরজে শহীদ মাওলানা মুস্তাফিজ রহমান রহ. এর স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২১ আগস্ট) ময়মনসিংহ গফরগাঁওয়ের শিবগঞ্জ যশরা মারকাযূন নূর মাদরাসায় বাদ যোহর এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মুস্তাফিজ রহমান রহ. স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।

May be an image of text that says 'মগবাজার ভয়াবহ অগ্নি- বিস্ষোরণে নির্মমভাবে নিহত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী উপস্থাপক, আবৃত্তিশিল্পী ও ইসলামিক আরজে মুন্তাফিজ রহমান রহ. শহীদ মাওলানা ওইকবাল হোসেন বাচ্চু এর মাগফিরাত কামনায় ২১ আগস্ট ২০২১ শনিবার, যোহর মারকায়ুন নূর মাদ্রাসা যশরা, শিবগন্জ, ফরগাও, ময়মনসিংহ। সভাপতি মাওলানা লুৎফর রহমান খতিব, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসাজদ স্মৃতিচারণ দোয়া অনষান মুস্তাফিজ রহমান রহ. উদ্বোধন স্মৃতি পাঠাগার'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজেদর খতিব মাওলানা লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা মুস্তাফিজুর রহমান, ইবরাহীম কোব্বাদী, হাসান মাহমুদ, মারুফ বিল্লাহ সাকী, দাবানল শিল্পী মাওলানা আনিস আনছারী, মাওলানা কাউছার আহমদ সুহাইল, মাওলানা সাঈদুজ্জামান নূর, নাশিদ শিল্পী আবু উবাইদা, মাহমুদ হুজায়ফাসহ দাবানলের অন্যান্য শিল্পীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

No description available.

জানা গেছে, অনুষ্ঠানে আগত সকল অতিথিগণ মুস্তাফিজ রহমান রহ. স্মৃতি পাঠাগারে পাঁচটি করে বই জমা দেন। এ সময় প্রায় দুই’শর অধিক বই একদিনেই জমা হয়ে যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ