বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

সৌদি আরবে বছরে কত বিলিয়ন খাদ্য অপচয় হয় আপনি কি তা জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবে বছরে প্রায় ৪০ বিলিয়ন আরব রিয়াল সমমূল্যের খাদ্য অপচয় হয়। এতে করে দেশটিতে খাদ্য অপচয়ের হার ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ তথ্য প্রকাশ করেছেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুর রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি।

খাদ্য অপচয় রোধে সবার সহযোগিতা, খাদ্য ক্রয়ে ভারসাম্য, খাদ্যের মূল্যের প্রতি খেয়াল, সব ধরনের বাড়াবাড়ি ও খাবারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান সৌদি আরবের পরিবেশমন্ত্রী।

এছাড়াও খাদ্যগ্রহণ কমানোর জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর পদ্ধতি গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন তিনি।

তিনি খাবারের অপচয় রোধ, স্বাস্থ্য-পরিবেশ এবং অর্থনীতির ক্ষতিপূরণে ভোক্তা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরীর উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি ও খাদ্য সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সাফল্য রক্ষা করা যাবে। এছাড়াও  এতে দেশ একটি লক্ষ্য অর্জনে সক্ষম হবে মতামত দেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী।

খাদ্য অপচয় রোধে সৌদি আরবের খাদ্যমন্ত্রী এই বক্তব্য এমন সময়ে দিলেন যখন দেশটিতে খাদ্য অপচয় কমাতে সচেতনতা অভিযান বাস্তবায়নের জন্য জেনারেল অরগানাইজেশন অফ গ্রীন-এর পক্ষ থেকে একটি চুক্তি অনুমোদন করা হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান আহমেদ আল ফারিস চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আল ফারিস বলেন, একাধিক উপায় অবলম্বনের মাধ্যমে খাদ্যের অপচয় কমিয়ে আনা সম্ভব।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ