বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


তালেবান সরকারের অর্থমন্ত্রী মনোনীত হলেন গুল আঘা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন গুল আঘা। আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুল আঘাকে। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধান হিসেবে নজিবুল্লাহকে নিয়োগ দিয়েছে তালেবান। আর কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করেছে তালেবান। এর আগে আফগানিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর