শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তুরস্কের সঙ্গে বৈঠক করলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, প্রথমবারের মতো তালেবানের সঙ্গে তুরস্কের বৈঠক হয়েছে। তিনি বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনার কাজ করতে তালেবানের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছেন তারা। খবর আল জাজিরার।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে আরও বলেন, কাবুলে আমরা প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠক করেছি। সাড়ে তিন ঘণ্টা ধরে আলোচনা হয় তাদের সঙ্গে। প্রয়োজনে আরও বৈঠকে বসতেও রাজি আছে তুরস্ক। এর আগে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের শত শত সেনা গত ৬ বছর ধরে কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিল।

তালেবানকে সমর্থন দেওয়া নিয়ে তুরস্কের অভ্যন্তরে সাধারণ মানুষের এক ধরনের অস্বস্তি রয়েছে। যদিও এরদোগান বলেন, এটি কূটনৈতিক বিষয়, তাদের প্রত্যাশা কি বা তারা কি চায়, সেটা আলোচনা ছাড়া জানা সম্ভব নয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ