বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজা-ইসরায়েলি সীমান্তে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। ওই আঘাতের কারণেই শনিবার (২৮ আগস্ট) তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তারা।

ওই শিশুর নাম হাসান আবু আল-নেইল। সে গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে সে অংশ নিয়েছিল।

বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বেশকিছু বিক্ষোভকারী সীমান্তের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টা করেছিল এবং তারা ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছে।

-এএ


সম্পর্কিত খবর