শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কারাগার থেকে মুক্তি পেয়েই দেশত্যাগ করল গাদ্দাফির ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪৭) ত্রিপোলির একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাদি গাদ্দাফি মুক্তি পাওয়ার পরপরই দেশত্যাগ করেছেন। তিনি ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

২০১১ সালে লিবিয়ায় গণ-আন্দোলন চলাকালে তৎকালীন একদল বিদ্রোহী গাদ্দাফিকে আটকের পর হত্যা করে। সে সময় তাঁর ছেলে সাদি নাইজারে পালিয়ে যান। পরে ২০১৪ সালে লিবিয়া সরকারের আহ্বানে তাঁকে দেশটির কাছে ফিরিয়ে দেয় নাইজার। তার পর থেকে তিনি ত্রিপোলিতে কারাবন্দী ছিলেন।

সাবেক এই পেশাদার ফুটবলারের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানি হত্যার অভিযোগ ছিল। পরে ২০১৮ সালের এপ্রিলে আল-রায়ানির হত্যার অভিযোগ থেকে তিনি খালাস পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ