বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বিশ্বজুড়ে ইহুদি জনসংখ্যা কত, কোন কোন দেশে বসবাস করেন তারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে বর্তমান ইহুদি জনসংখ্যা ১ কোটি ৫২ লাখ। এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরায়েলে বাইরে। ইসরায়েলে নতুন বছর সামনে রেখে জিউস এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

May be an image of text that says 'মকতাবাতত তাকওয়া তাক 15% DISCOUNT 15% QUNT মাকতাবাতুত তাকওয়ায় যে কোন দরসি বই অর্ডার করলে 15% ডিসকাউন্ট'

প্রকাশিত ডাটায় বলা হয়েছে, দেড় কোটি জনসংখ্যার মধ্যে ৬৯ লাখ ৩০ হাজার বাস করে ইসরায়েলে। এই সংখ্যা মোট ইহুদি জনসংখ্যার ৪৫ শতাংশ এবং ইসরায়েলে বসবাসরত মোট জনসংখ্যার ৭৯ শতাংশ।

ইসরায়েলের বাইরে যুক্তরাষ্ট্র প্রায় ৬০ লাখ ইহুদি বসবাস করে। এছাড়া ফ্রান্সে ৪ লাখ ৪৬ হাজার, কানাডায় ৩ লাখ ৯৩ হাজার ৫০০, যুক্তরাজ্যে ২ লাখ ৯২ হাজার , আর্জেন্টিনায় ১ লাখ ৭৫ হাজার, রাশিয়ায় দেড় লাখ এবং জার্মানিতে ১ লাখ ১৮ হাজার ইহুদি সবাস করে।

[caption id="" align="aligncenter" width="296"]No photo description available. এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

মুসলিম বিশ্বে সবথেকে বেশি ইহুদি জনসংখ্যা বসবাস করে তুরস্কে (১৪ হাজার ৫০০), ইরানে ৯ হাজার ৫০০, মরোক্কোতে ২ হাজার তিউনিসিয়া ১ হাজার ।

এই তথ্য একত্রিত করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্জিও ডেল্লা পারগোলা। এই পরিসংখ্যানে শুধুমাত্র তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেয় এবং অন্য কোনো ধর্মীয় পরিচিতি নাই।

সূত্র: জেরুজালেম পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ