বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


সন্ত্রাসবিরোধী আইনে গিলানির পরিবারের বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরের সদ্য প্রয়াত স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতবিরোধী স্লোগান ও পাকিস্তানের পতাকায় গিলানির মরদেহ মোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী কঠোর আইনে রোববার (৫ সেপ্টেম্বর) এ মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, গিলানির পরিবারের কিছু সদস্যদের বিরদ্ধে মামলা করা হয়েছে এবং বেআইনি কার্যকাণ্ড প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে তদন্ত শরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গিলানির আত্বীয়রা বিশেষ করে নারীরা পাকিস্তানি পতাকায় মোড়ানো অবস্থায় গিলানির মরদেহ রাখা রুমে পুলিশকে প্রবেশে বাধা দিচ্ছে। তবে পরিবারের সদস্যদের আটকে রেখে পুলিশ যখন মরদেহ নিয়ে যাচ্ছিল তখন তাদের কাঁন্নাকাটি ও চিৎকার করতে দেখা যায়।

গিলানির পুত্র নাসিম গিলানির অভিযোগ, বিভিন্ন রোগে অসুস্থ থাকার পরেও তার পিতাকে কয়েক বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল। গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে ৯২ বছর বয়সে মৃত্যু হয় আলী শাহ গিলানির। মৃত্যুর পরে পুলিশ তার মরদেহ ছিনিয়ে নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াই দাফন করে।

তবে গিলানিকে জোরপূর্বক দাফন করার অভযোগ অস্বীকার করে এটিকে গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ভারতীয় পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ