শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

হাটহাজারী মাদরাসার নবনির্বাচিত মহাপরিচালকের ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নবনির্বাচিত মহাপরিচালক ও প্রধান মুফতি আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে হাটহাজারীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ছাত্র, ভক্ত ও আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী তিনি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্থলাভিষিক্ত হিসেবে মহাপরিচালক নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার এক ঘণ্টা পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রশিদ আহমদ, মুফতি আতাউর রহমান খান ও মাওলানা আবু বকর সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, তার ইন্তেকালে বিশ্ববাসী একজন ইসলামিক আইনশাস্ত্রবিদকে হারালো। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক: তার ইন্তেকালে আরও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ