বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


পাকিস্তানে বজ্রপাতে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের তরঘার জেলায় বজ্রপাতে দুটি বাড়ির দেয়াল ধসে একই পরিবারের ১০ জনসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রবিবারের এই দুর্ঘটনায় নিহত বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।

শনিবার রাত থেকেই টানা বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ভূমিধসে অঞ্চলটির বেশিরভাগ সড়কই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটিকমিশনার মোহাম্মদ ফাওয়াদ। আকস্মিক বন্যায় বেশিরভাগ মরদেহই ভেসে গেছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এদিকে টাইফুন ছান্তুর সতর্কতায় চীনের সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলগুলোতে বিমান ও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা সতর্কতা জারি করা হয়েছে অন্তত নয়টি জেলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওড়িশাসহ বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করেচে ভারতের আবহাওয়া বিভাগ।

অন্যদিকে স্পেনে দাবানলের তীব্রতা দিন দিন বাড়ছে। নতুন করে আন্দালুসিয়ান ছয়টি শহর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অঞ্চলটিতে আগুন নেভাতে সাড়ে তিনশো'র বেশি দমকল কর্মী কাজ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ