বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


চীনে ধেয়ে আসছে টাইফুন চানথু: হাজারও মানুষ স্থানান্তর, ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন চান্থু আঘাত হানতে পারে পূর্ব চীনের মহানগরী সাংহাইয়ে। এরই মধ্যে আসন্ন টাইফুনের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি বয়ে আনলে গতকাল সোমবার শত শত ফ্লাইট স্থগিত করা এবং হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপি’র।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ কমপক্ষে ২৮ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রথমে গুয়াম এবং ফিলিপাইনের মধ্যে আবির্ভূত হওয়ার পরে চান্থু দ্রুত গতিতে নিম্নচাপ থেকে এক সুপার টাইফুনে পরিণত হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার (১৬০ মাইল)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ