বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আলজেরিয়ার সাবেক রাষ্ট্রনায়ক আবদেল আজিজ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা ৮৪ বছর বয়সে মারা গেছেন।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাধ্য হয়ে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের দুই বছরের মাথায় তার মৃত্যু হলো। খবর আরব নিউজের।

আবদেল আজিজ বুতেফ্লিকাকে তার সমর্থকেরা জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন। তিনি আলজেরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়েছেন। ১৯৬২ সালে বুতেফ্লিকা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১৯৯৯ সালে আবদেল আজিজ ক্ষমতায় আসেন।

তিনি ২০০৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে অংশগ্রহণ করতে সংবিধান পরিবর্তন করেন। এরপর তিনি আবারও সংবিধান পরিবর্তন করেন এবং চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ