মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ

বগুড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে শাজাহানপুর থানার এসআই (পরিদর্শক) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সিরাজগঞ্জের উল্লাপাড়া উলিপুর এলাকার শাহেদুজ্জামানের ছেলে শেখ মো. শেফগাতুল্লাহ (১৬)। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তেন। জেলার জলেশ্বরীতলা এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনায় হাসান আলী নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানার এসআই (পরিদর্শক) আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শেফগাতুল্লাহ ও হাসান আলী মোটরসাইকেলে করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে আড়িয়াবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শেফগাতুল্লাহ। একই সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসা হাসান আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ