মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টির বেশি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কসবা পৌর এলাকার পুরাতন বাজারের সিএনজি স্টেশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে জয় হার্ডওয়্যার ও ইলেকট্রিক দোকানে রঙ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। হোটেলে গ্যাস সিলিন্ডার, রঙ এবং কেমিক্যালের ড্রাম একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

এসময় খবর পেয়ে রাত তাৎক্ষণিক কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করছেন স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মুতি মিয়া মার্কেটের মালিক মো. জিয়াউল হুদা জানান, তার ৩০টির বেশি দোকান রয়েছে। তা পুড়ে ছাই হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল্লাহ খালেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, কসবা পৌর এলাকায় ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিলো। তবে কীভাবে আগুন লেগেছে, তদন্ত করে বের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ