মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’ গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমাপ্রার্থী মঞ্জু চতুর্থ দিনে বৈধতা পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

দ্রব্যমূলের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইনুছ আহমাদ দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সাথে তামাশা করেছে।

দ্রব্যমূলের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন সরকারের বিভিন্ন মন্ত্রীদের উপহাস ও তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেয়া চরম বিকারগ্রস্ত মানসিকতার শামিল।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩১ মার্চ ঘোষিত মহাসমাবেশ ও মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম এবং সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার ৬৭নং ওয়ার্ড শাখা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত দাওয়াতী সভায় বক্তব্য রাখেন ডেমরা থানা সভাপতি মুহাম্মদ ইমদাদুল ইসলাম, সেক্রেটারী মোঃ ইকরাম হোসাইনসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম অস্থিরতা নেমে এসেছে।

এজন্য আগামী ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করা কর্তব্য। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দেশপ্রেমিক ঈমানদার জনতাকে ভরপুর কামিয়াব করে নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ৬৬নং ওয়ার্ড: আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতি মাস উপল¶ে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ৬৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানা সেক্রেটারী ইকরামুল হক। এছাড়াও ওয়ার্ড শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ভারতের হাইকোর্টের হিজাব নিয়ে ঘোষিত রায় ভারতের সংবিধান পরিপন্থী। ধর্মনিরপেক্ষ ভারতের জওহর লাল নেহেরু এবং মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত সরকার ১৯৪৮ সালে দেশটির সংবিধানে ধর্মনিরপেক্ষ এবং মুসলমানসহ সব ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা সুসংরক্ষিত করে আইন পাশ করা হয়েছে।

তাই আদালতের হিজাব নিয়ে ঘোষিত রায় ভারতীয় সংবিধানবিরোধী। এ ধরণের রায় মুসলিম জাতির হৃদয়ে চরম আঘাতের শামিল। তিনি অবিলম্বে এ ধরণের ইসলামবিরোধী রায় বাতিলের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানান।

মাওলানা ইমতিয়াজ আলম শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে ভারতের কর্নাটকের কয়েক মুসলিম ছাত্রী যে আবেদন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কর্নাটক রাজ্যের হাইকোর্ট গত মঙ্গলবার এক রায় ঘোষণা করে। যাতে বলা হয়, মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়।

এ রায় মুসলিম জাতির হৃদয়ে চরম আঘাত হেনেছে জানিয়ে তিনি অনতিবিলম্বে এ ধরণের ইসলামবিরোধী রায় বাতিল করার জন্য দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ