শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবচেয়ে সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশ আছে তালিকার ৯৪ নম্বরে।

এর আগের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। সে হিসেবে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে। বাংলাদেশ তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে।

জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে পরপর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন গেড়ে আছে ফিনল্যান্ড।

শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা যায়, সবথেকে সুখী দেশ হলো ফিনল্যান্ড। সাধারণত ১৫০টি দেশের মধ্যে অবস্থান নির্ণয় করা হয় এই তালিকায়। মূলত ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতা সহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়।

তার উপরেই নির্ভর করে, কোন দেশ তালিকায় কত নম্বরে থাকবে। তবে এবার দেখা যাচ্ছে ২০২১ সালে যারা ১-১০ এর মধ্যে ছিল তারাই রয়েছে। শুধুমাত্র অস্ট্রিয়ার এই প্রথম ১০ থেকে বেরিয়ে গেছে।

আর এই তালিকায় সবথেকে অসুখী দেশ হয়েছে আফগানিস্তান।

দেখে নেওয়া যাক প্রথম ২০ সুখী দেশের নাম- ১) ফিনল্যান্ড,২)ডেনমার্ক,৩) আইসল্যান্ড, ৪) সুইজারল্যান্ড ৫) নেদারল্যান্ড ৬) লুক্সেমবার্গ, ৭) সুইডেন, ৮) নরওয়ে ৯) ইজরায়েল, ১০) নিউজিল্যান্ড, ১১) অস্ট্রিয়া, ১২) অস্ট্রেলিয়া, ১৩) আয়ারল্যান্ড, ১৪) জার্মানি, ১৫) কানাডা, ১৬) ইউনাইটেড স্টেটস, ১৭) ইউনাইটেড কিংডম, ১৮) চেজ রিপাবলিক, ১৯) বেলজিয়াম, ২০) ফ্রান্স।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ