মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য গানম্যান পেলেন জামায়াত আমির বাজারে এলো ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন কর্ম ও দাওয়াতের কারগুজারি’ নীতিমালা লঙ্ঘন: ১১ মাদরাসাপ্রধানের বেতন স্থগিত

দারুল উলুম দেওবন্দে নতুন নাজেমে তা’লিমাত নিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাত হিসেবে নির্বাচিত হলেন মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারী। তাকে মাদরাসার সব শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

গতকাল সোমবার (২৮ মার্চ) দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাত নির্বাচিত হয়েছেন ইমামুন নাহু খ্যাত মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারী।

ইসলামি বিশ্বের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারীকে মাদরাসার তালিমাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শিক্ষা পরিচালক মাওলানা খুরশিদ আহমদ পদত্যাগের কারণে পদটি শূন্য হয়।

সোমবার দারুল উলুম দেওবন্দের মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত এ নিয়োগ পত্রের মাধ্যমে মাওলানা হুসেন হরিদ্বারীকে এ কথা জানানো হয়েছে। এরপর থেকে মাওলানা হুসেন হরিদ্বারীর অভিনন্দন বার্তা আসছে।

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ মার্চ দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা খুরশিদ গিয়াভি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

এর আগে তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করা হলেও পরে তা গৃহীত হয় বলে জানা গেছে। মাওলানা হুসাইন আহমদ হরিদ্বারীকে শুরার সদস্যরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করেছেন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী এ খবর নিশ্চিত করে বলেন, মাওলানা হুসাইন হরিদ্বারীকে শিক্ষা পরিচালক হিসেবে শুরা নির্বাচিত করেছে।

পঞ্চান্ন বছর বয়সী মাওলানা হুসেন আহমদ উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার খুর্দ গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। তিনি ছাত্রদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমামুন নাহু নামেও খ্যাত। তিনি গত ২৬ বছর ধরে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করে আসছেন। সূত্র: দেওবন্দ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ