আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে ঢাকা কলেজের ছাত্ররা জড়িত ছিল কিনা, তা তদন্তে কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
তিন সদস্যের এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার কমিটি গঠনের বিষয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমাদের ছাত্রদের সম্পৃক্ততা ছিল কিনা, তা খুঁজে দেখার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে সোমবার। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মধ্যরাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। মার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত।
রাতের ওই সংঘর্ষের জেরে পরদিন ১৯ এপ্রিল দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন মারা যান।
-এএ