বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

ঈদযাত্রা: ৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে নাড়ীর টানে বাড়ি ফিরতে ঢাকা থেকে গ্রামের পানে ছুটেছেন প্রায় ৭৩ লাখ মানুষ। বিপুল পরিমাণ এই মানুষের সঙ্গে থাকা সিমের লোকেশনের ওপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এরমধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ঢাকার বাইরে গেছে বলেরও জানিয়েছেন তিনি।

রোববার (১ মে) দুপুরের দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান মন্ত্রী।

স্ট্যাটাসে তিনি লিখেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই তথ্য পাওয়া গেছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

ফেসবুক পোস্টে মন্ত্রী দুই দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন। এছাড়া ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, ঈদের আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ