সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনের জন্য দোয়া, আফগানিস্তানকে শুভকামনা জানালেন শাহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিন এবং ভারতের জম্মু-কাশ্মীরে মুসলমানের ওপর নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানকার জনগণের সুখ ও স্বাধীনতার জন্য পাকিস্তানিদেরকে দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর জিও নিউজের।

এছাড়া আফগানিস্তানের জনগণের জন্যও শুভকামনা জানান শাহবাজ। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটির উন্নতি ও শান্তির জন্য দোয়া করেছেন।

শাহবাজ বলেন, পবিত্র রমজান মাস শেষে আল্লাহ মুসলিমদেরকে ঈদুল ফিতর উপহার দিয়েছেন। রমজানের ত্যাগ ও ধৈর্যের চর্চা থেকে শিক্ষা নিয়ে গরিব-দুঃখীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া কর্তব্য।

তিনি বলেন, তার সরকার দেশকে লোডশেডিং থেকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংকট উত্তরণে সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন। তিনি ঈদের ছুটিতে বিদ্যুৎ বিভ্রাট কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল ফিতরের পবিত্র এই দিনটি পরস্পরকে ক্ষমা করার দিন। একে অপরকে উপহার দেওয়া ও শুভকামনা জানানোর দিন।

মহামারি করোনাভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মতো বিধিনিষেধ ছাড়া ঈদ উদযাপন হচ্ছে পাকিস্তানে। সর্বশেষ দুই বছর করোনার কারণে ঈদ উৎসব ছিল সীমিত পরিসরে। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন ঈদের জামাত থেকে পাকিস্তানের স্থিতিশীলতা, উন্নতি ও শান্তির জন্য দোয়া করা হয়। এছাড়া মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ