আওয়ার ইসলাম ডেস্ক: মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জন্য ছাত্রলীগ ও ছাত্রদল উভয়কে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এ ভিপি মঙ্গলবার রাতে তার ফেসবুকে লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, উদার নৈতিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার তীর্থস্থান। রাজু ভাস্কর্য সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক।ছাত্রলীগ-ছাত্রদলের এ সহিংসতার যারাই জড়িত তাদের বিচার দাবি করছি'।
তিনি লেখেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই। পাকিস্তান থেকে এরশাদের সামরিক শাসনামলেও ছাত্রসংসদ নির্বাচন ছিল। অনতিবিলম্বে ডাকসুসহ সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন চালুর আহ্বান জানাই'।
তিনি লেখেন, 'ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানাই। অসহিষ্ণুতা কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। গায়ের জোর আর চেহারার সৌন্দর্য আজীবন থাকে না। কাজেই, কারো উস্কানিতে অন্যের মাথা ফাটাতে যাইয়েন না, অন্যের মাথা ফাটাতে গেলে নিজেরটাও ফাটতে পারে। শুভবুদ্ধির উদয় হোক'।
মঙ্গলবার সকালে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে আসতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা।
এনটি