সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আড়াই বছর পর কলকাতা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও শুরু হয়েছে খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল। আড়াই বছর পর কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেছে বন্ধন এক্সপ্রেস। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি স্টেশন ছাড়ে।

অন্যদিকে, খুলনা থেকে দুপুর দেড়টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেন বন্ধন। এর আগে দুপুর সাড়ে ১২টায় কলকাতা থেকে খুলনায় এসে পৌঁছাবে ট্রেনটি।

এর মধ্যদিয়ে আড়াই বছর পর চালু হলো আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয় বন্ধন এক্সপ্রেস চলাচল।

যশোর স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি বেনাপোল বন্দর হয়ে সরাসরি পৌঁছাবে কলকাতায়। প্রায় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেনটি চালু হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে। ব্যবসা-বাণিজ্য কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করেন যাত্রীরা।

তারা বলেন, বেনাপোলে যাত্রীর প্রচণ্ড ভিড় থাকে। কিন্তু এখান থেকে গেলে আমাদের ভোগান্তি অনেক কম হয়। এতে আমাদের একটু খরচ বেশি হলেও সুবিধা হয়।

এদিকে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন সার্ভিসের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে রেলস্টেশন কর্তৃপক্ষ।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, প্রথম প্রথম চালু হওয়ায় টিকিট বিক্রি একটু কম। লোকজন ইতোমধ্যেই খবর পেয়ে গেছে। আশা করি, কয়েক দিনের মধ্যে টিকিট বিক্রি বেড়ে যাবে।

এর আগে সপ্তাহে একদিন চললেও এখন থেকে সপ্তাহে দুদিন- রোববার ও বৃহস্পতিবার ৮টি বগিতে চার শতাধিক যাত্রী নিয়ে চলবে এ রুটের বন্ধন এক্সপ্রেস। আর এ নিয়ে খুশি ভারতগামী যাত্রীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ